ভিত্তিহীন প্রচলিত কথা
প্রাণঘাতি করোনা ভাইরাস
আব্দুল্লাহিল হাদী মু. ইউসুফ মাদানী
এই মুহূর্তে বিশ্ব জুড়ে সর্বাধিক আলোচিত এবং আতঙ্কিত বিষয়ের নাম ‘করোনা ভাইরাস’ বা ঈড়ারফ-১৯। যদিও খালিচোখে এই ভাইরাস দৃশ্যমান নয় তবুও বিশ্বময় টপ টু বটন সর্বত্রই এর আতঙ্ক বিরাজমান; কারণ ভাইরাসটি আকারে যতই ছোট হোক না কেন এ যে মহামহিমের পক্ষ থেকে প্রেরিত এক মহা সতর্কবার্তা।
মানুষের মৃত্যু আল্লাহ তা‘আলার নির্দেশে নির্ধারিত সময়েই সংঘটিত হবে। কখন কীভাবে মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে তা কেউই জানে না। এটাই একজন মুসলিমের বিশ্বাস ও ‘আক্বীদাহ্।
এখন প্রশ্ন হলো- ‘করোনা ভাইরাস’ কী প্রাণঘাতি? বা কেউ যদি বলে যে ‘প্রাণঘাতি করোনা ভাইরাস’ এ বলাতে কোন সমস্যা আছে কী?
প্রথমতঃ একজন মুসলিমের শব্দচয়নেই তার স্মার্টনেস ফুটে ওঠে। মুসলিম কখনো না জেনে, না বুঝে একটি শব্দও উচ্চারণ করবে না। তথাকথিত প্রগতির স্রোতে গা ভাসিয়ে কোন কথা বলবে না। মুসলিম প্রথমে জ্ঞানার্জন করবে, তারপর বলবে। সুতরাং যারা বলবে ‘প্রাণঘাতি করোনা ভাইরাস’ তারা স্পষ্ট অজ্ঞতায় নিমজ্জিত। কেননা তা মুসলিমের ‘আক্বীদাহ্-বিশ্বাসের পরিপন্থী। কেননা করোনাকে প্রাণঘাতি বলার অর্থ হচ্ছে- করোনাকে মৃত্যুদাতা মনে করা। অথচ মানুষের মৃত্যুঘটে আল্লাহ তা‘আলা নির্দেশক্রমে। করোনা ভাইরাসের এই সক্ষমতা নেই যে, সে করো মৃত্যু ঘটাবে। আল্লাহ তা‘আলা বলেন,
﴿وَمَا كَانَ لِنَفْسٍ أَنْ تَمُوْتَ إِلَّا بِإِذْنِ اللهِ كِتَابًا مُؤَجَّلًا﴾
অর্থ : “আর আল্লাহর হুকুম ব্যতীত কেউ মৃত্যুবরণ করে না। সে জন্য একটা সময় নির্ধারিত রয়েছে।”[১]
অপর এক আয়াতে ইরশাদ হয়েছে-
﴿اللهُ يَتَوَفَّى الْأَنْفُسَ حِيْنَ مَوْتِهَا﴾
অর্থ : “আল্লাহ মানুষের প্রাণ হরণ করেন তার মৃত্যুর সময়।”[২]
অতএব উপরোক্ত আয়াতদ্বয়সহ আরো বহু আয়াত এবং সহীহ হাদীস ও বিশুদ্ধ ‘আক্বীদাহ্ প্রামাণ করে যে মৃত্যু কেবল আল্লাহ তা‘আলার নির্দেশেই হয়ে থাকে, অন্য কোন কিছুর পক্ষে মানুষকে মৃত্যু দেয়ার মোটেও কোনো সক্ষমতা নেই। তাই আমাদেরকে একথাই বলতে হবে-
“কোরানায় আক্রান্ত হয়ে আল্লাহ তা‘আলা ইচ্ছায় বা নির্দেশে সে মারা গেছে।”
এ কথা বলা যাবে না যে, করোনা তার প্রাণ হরণ করেছে বা করোনা একটি প্রাণঘাতি ভাইরাস। কেননা এর মাধ্যমে আল্লাহ তা‘আলার হক্ব করোনাকে প্রদান করা হচ্ছে- আর এতে করে ঈমান নষ্ট হয়ে যাওয়ার যথেষ্ট সম্ভবনা রয়েছে। তাই করোনা যেনো আমাদের ঈমান নষ্ট না করে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আল্লাহ তা‘আলা আমাদের সঠিক উপলব্ধিবোধ দান করুন -আমীন।
মানুষের মৃত্যু আল্লাহ তা‘আলার নির্দেশে নির্ধারিত সময়েই সংঘটিত হবে। কখন কীভাবে মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে তা কেউই জানে না। এটাই একজন মুসলিমের বিশ্বাস ও ‘আক্বীদাহ্।
এখন প্রশ্ন হলো- ‘করোনা ভাইরাস’ কী প্রাণঘাতি? বা কেউ যদি বলে যে ‘প্রাণঘাতি করোনা ভাইরাস’ এ বলাতে কোন সমস্যা আছে কী?
প্রথমতঃ একজন মুসলিমের শব্দচয়নেই তার স্মার্টনেস ফুটে ওঠে। মুসলিম কখনো না জেনে, না বুঝে একটি শব্দও উচ্চারণ করবে না। তথাকথিত প্রগতির স্রোতে গা ভাসিয়ে কোন কথা বলবে না। মুসলিম প্রথমে জ্ঞানার্জন করবে, তারপর বলবে। সুতরাং যারা বলবে ‘প্রাণঘাতি করোনা ভাইরাস’ তারা স্পষ্ট অজ্ঞতায় নিমজ্জিত। কেননা তা মুসলিমের ‘আক্বীদাহ্-বিশ্বাসের পরিপন্থী। কেননা করোনাকে প্রাণঘাতি বলার অর্থ হচ্ছে- করোনাকে মৃত্যুদাতা মনে করা। অথচ মানুষের মৃত্যুঘটে আল্লাহ তা‘আলা নির্দেশক্রমে। করোনা ভাইরাসের এই সক্ষমতা নেই যে, সে করো মৃত্যু ঘটাবে। আল্লাহ তা‘আলা বলেন,
﴿وَمَا كَانَ لِنَفْسٍ أَنْ تَمُوْتَ إِلَّا بِإِذْنِ اللهِ كِتَابًا مُؤَجَّلًا﴾
অর্থ : “আর আল্লাহর হুকুম ব্যতীত কেউ মৃত্যুবরণ করে না। সে জন্য একটা সময় নির্ধারিত রয়েছে।”[১]
অপর এক আয়াতে ইরশাদ হয়েছে-
﴿اللهُ يَتَوَفَّى الْأَنْفُسَ حِيْنَ مَوْتِهَا﴾
অর্থ : “আল্লাহ মানুষের প্রাণ হরণ করেন তার মৃত্যুর সময়।”[২]
অতএব উপরোক্ত আয়াতদ্বয়সহ আরো বহু আয়াত এবং সহীহ হাদীস ও বিশুদ্ধ ‘আক্বীদাহ্ প্রামাণ করে যে মৃত্যু কেবল আল্লাহ তা‘আলার নির্দেশেই হয়ে থাকে, অন্য কোন কিছুর পক্ষে মানুষকে মৃত্যু দেয়ার মোটেও কোনো সক্ষমতা নেই। তাই আমাদেরকে একথাই বলতে হবে-
“কোরানায় আক্রান্ত হয়ে আল্লাহ তা‘আলা ইচ্ছায় বা নির্দেশে সে মারা গেছে।”
এ কথা বলা যাবে না যে, করোনা তার প্রাণ হরণ করেছে বা করোনা একটি প্রাণঘাতি ভাইরাস। কেননা এর মাধ্যমে আল্লাহ তা‘আলার হক্ব করোনাকে প্রদান করা হচ্ছে- আর এতে করে ঈমান নষ্ট হয়ে যাওয়ার যথেষ্ট সম্ভবনা রয়েছে। তাই করোনা যেনো আমাদের ঈমান নষ্ট না করে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আল্লাহ তা‘আলা আমাদের সঠিক উপলব্ধিবোধ দান করুন -আমীন।
[১] সূরা আ-লি ‘ইমরান- ১৪৫।
[২] সূরা আয্ যুমার- ৪২।
ঢাকায় সূর্যোদয় : 6:17:45
সূর্যাস্ত : 5:11:51
আপনার মন্তব্য1