সাময়িক প্রসঙ্গ
*** সাপ্তাহিক আরাফাত অবিরাম প্রকাশনার ৬৫তম বর্ষ ২১-২২ সংখ্যা প্রকাশিত
শাইখ মুহাম্মাদ হারুন হুসাইন

গত ১৫ ও ১৬ ফেব্রুয়ারি-২০২৪ ঈসায়ী দু’দিনব্যাপী “দাওয়াহ ও তাবলীগী মহাসম্মেলন” অত্যন্ত সফলভাবে সম্পন্ন হলোÑ ফালিল্লাহিল হামদ্। বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস-এর দাওয়াহ ও সংস্কার কার্যক্রমের অন্যতম হলো ‘বাৎসরিক মহাসম্মেলন’। ঢাকার অদূরে সাভার ইপিজেড সংলগ্ন বাইপাইলে আমাদের নিজস্ব জায়গা জমঈয়ত ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় এ মহাসম্মেলন। প্রথম দিন বৃহস্পতিবার অপরাহ্নের পূর্বেই বিভিন্ন সাংগঠনিক জেলা হতে আগত জমঈয়ত দরদি আহলে হাদীস জনতার উপস্থিতিতে পুরো প্যান্ডেল পরিপূর্ণ হয়ে যায়। মাননীয় জমঈয়ত সভাপতি শাইখ অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে আমন্ত্রিত অথিতিবৃন্দ ও ইসলামিক স্কলারগণ বিষয়ভিত্তিক জ্ঞানগর্ব বক্তব্য পেশ করেন। অতঃপর দ্বিতীয় দিন জুমু‘আর সালাত আদায়ের উদ্দেশ্যে সত্যসেবী দীনদরদি মুসলিমগণের মহাজমায়েত হতে থাকে। ৫০ বিঘার এ বিশাল ক্যাম্পাস মূহূর্তেই মুসল্লিদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। যেন তিল ধারনের ঠাঁই নেই। বাংলাদেশে এটিই আহলে হাদীসদের সর্ববৃহৎ গণজমায়েত, যা মিডিয়া ও বোদ্ধামহলে সর্বস্বীকৃত। জমঈয়তের সাথে সম্পৃক্ত নন এমন ব্যক্তিবর্গও অনায়াসে এ সত্য স্বীকার করছেন।


weeklyarafat


আপনার মন্তব্য

ঢাকায় সূর্যোদয় : 6:17:45 সূর্যাস্ত : 5:11:51

সাপ্তাহিক আরাফাতকে অনুসরণ করুন

@সাপ্তাহিক আরাফাত