সাময়িক প্রসঙ্গ
বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস এর বিবৃতি
শাইখ মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী

বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস একটি অরাজনৈতিক ঐতিহ্যবাহী দ্বীনি সংগঠন। সংগঠনটি দীর্ঘ ৭৬ বছর যাবত শির্ক ও বিদ’আতের বিরুদ্ধে বলিষ্ঠভাবে দা’ওয়াত ও তাবলীগের কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছে। যার ফলশ্রুতিতে আজ সংগঠনটি এদেশের আহলে হাদীসদের সর্ববৃহৎ ও সর্বপ্রাচীন সংগঠন হিসেবে পরিচিতি লাভ করেছে। দেশের সর্বস্তরের খ্যাতিমান ব্যক্তিবর্গ ধর্মীয় খেদমত হিসেবে জমঈয়তের দাওয়াত ও সংস্কারমূলক কার্যক্রমে আগ্রহের সাথে অংশ গ্রহণ করে থাকেন। এ পর্যায়ে আমরা দেশের আপামর জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানাই, আসুন! আমরা জমঈয়তের সাথে সম্পৃক্ত হয়ে দীনি দায়িত্ব পালন ও তাওহীদ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করি।

আপনার সার্বিক কল্যাণ কামনায়-
অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক, সভাপতি, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস।

ড. মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী, সেক্রেটারী জেনারেল, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস।


Ref:বা /জ/আ/ হা/ ১৯২/০২/২৩/০১


আপনার মন্তব্য

ঢাকায় সূর্যোদয় : 5:44:59 সূর্যাস্ত : 6:03:43

সাপ্তাহিক আরাফাতকে অনুসরণ করুন

@সাপ্তাহিক আরাফাত