সাময়িক প্রসঙ্গ
ঝিনাইদহ তাবলীগী, কেন্দ্রীয় শুব্বানের সালেক প্রশিক্ষণ, মুন্সীগঞ্জ শুব্বানের সম্মেলন
আরাফাত ডেস্ক

ঝিনাইদহ জেলা জমঈয়তের তাবলীগী কার্যক্রম
বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের দা’ওয়াহ ও তাবলীগী মহাসম্মেলন- ২০২০ সফল করার জন্য ঝিনাইদহ জেলা জমঈয়তের উদ্যোগে গ্রুপভিত্তিক দা‘ওয়াতী কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়। এ সিদ্ধান্ত মোতাবেক গত ৭ ফেব্রুয়ারি জেলা জমঈয়ত নেতৃবৃন্দ ঝিনাইদহের হরিণাকু-ু উপজেলাধীন হিজলী আহলে হাদীস জামে মাসজিদ সফর করেন। এ সফরে অংশগ্রহণ করেন জেলা জমঈয়তের সভাপতি মাওলানা মুহাম্মদ আব্দুল জলিল খান, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইকরামুল হক ও জেলা শুব্বানের সদস্য আহমদুল্লাহ প্রমুখ।


১৪ ফেব্রুয়ারি শুক্রবার জেলা নেতৃবৃন্দ কালিগঞ্জ উপজেলার সাইট বাড়ীয়া, গয়েশপুর ও একতারপুর অঞ্চলের ছয়টি মাসজিদে সফর করেন। এ সফরসূচীতে অংশগ্রহণ করে জুমুআর খুতবাহ্ প্রদান করেন বিশিষ্ট আলিম ঝিনাইদহ জেলা জমঈয়তের অন্যতম উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ রেজাউল্লাহ, জেলা জমঈয়ত সভাপতি মাওলানা মুহাম্মদ আব্দুল জলিল খান, সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইমরানুর রহমান, জেনারেল সেক্রেটারী মুহাম্মদ আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইকরামুল হক, জেলা শুব্বানের সাবেক সভাপতি মুহাম্মদ মেহেদী হাসান, শুব্বান সদস্য মুহাম্মদ তৌহিদুল ইসলাম, মাওলানা মুহাম্মদ জহিরুল ইসলাম প্রমুখ। নেতৃবৃন্দ আসন্ন দা’ওয়াহ ও তাবলীগী মহা-সম্মেলন ২০২০ সফল করার জন্য সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আর্থিক সহযোগিতা ও সাংগঠনিক কার্যক্রমকে বেগবান করার জন্য নিরলসভাবে কাজ করার আহ্বান জানান।


কেন্দ্রীয় শুব্বানের সালেক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
কর্মীদের সাংগঠনিক মানোন্নয়ন ও যুগোপযোগী চাহিদার আলোকে নিজেকে গড়ে তোলার উদ্দেশ্যে জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ গত ৬ ও ৭ ফেব্রুয়ারি কেন্দ্রীয় সালেক প্রশিক্ষণ কর্মশালা ও সুধী সমাবেশের আয়োজন করে। রাজধানীর উত্তর যাত্রাবাড়ীতে অবস্থিত জমঈয়ত ভবনের ‘আল্লামা মোহাম্মদ আব্দুল্লাহেল কাফী আল কোরায়শী মিলনায়তনে দুই দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ১ম দিন বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক জনাব আহমাদুল্লাহ’র পরিচালনায় ও শেকড়ের শিল্পীর কুরআন তিলাওয়াতের মাধ্যমে কর্মশালাটি শুরু হয়। এরপর বিষয়ভিত্তিক আলোচনা উপস্থাপন করেন দেশের খ্যাতনামা আলেম ও বরেণ্য ইসলামিক স্কলারগণ।


দারসুল কুরআন পেশ করেন মাদরাসা মুহাম্মাদীয়া আরাবীয়ার প্রিন্সিপাল ও বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের উপদেষ্টা শাইখ মুস্তফা বিন বাহারুদ্দীন সালাফী। অতঃপর ধারাবাহিক শিডিউল মোতাবেক “দ্বীন প্রচারে নাবী-রাসূলদের সংগ্রামী জীবন” শীষর্ক বিষয়ে আলোচনা উপস্থাপন করেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের যুগ্ম-সেক্রেটারী জেনারেল ও শুব্বানের সাবেক পরিচালক উপাধ্যক্ষ ওবায়দুল্লাহ গযনফর। “ক্যারিয়ার গাইড লাইন (ছাই থেকে নির্মিত হয় সাফল্যের প্রাসাদ)” বিষয়ে উদ্দীপনামূলক আলোচনা উপস্থাপন করেন শুব্বানের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মুহাম্মদ হেদায়েত উল্লাহ। “গণযোগাযোগ, যোগাযোগ প্রযুক্তি ও আমাদের দাওয়াত” শীর্ষক বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এম.আই.এস. বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ আরিফুল ইসলাম (অপু)।

বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের সেক্রেটারী জেনারেল শাইখ শহীদুল্লাহ খান মাদানী “আহলে হাদীস ‘আক্বীদাহ্ : ভিন্ন মতাদর্শের সাথে বৈশিষ্ট্যগত পার্থক্য” শীর্ষক বিষয়ে আলোচনা পেশ করেন। অতঃপর বিশিষ্ট আরবিবিদ বরেণ্য ইসলামিক স্কলার বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের সাবেক সভাপতি ও জমঈয়ত উপদেষ্টা প্রফেসর এ.কে.এম শামসুল আলম “সালাফী আন্দোলন দেশে দেশে” বিষয়ে আলোচনা উপস্থাপন করেন। “সংগঠনের কর্মপদ্ধতি পর্যালোচনা” শীর্ষক বিষয়ে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রেজাউল ইসলাম আলোচনা উপস্থাপন করেন।। অনুষ্ঠানটিতে সঙ্গীত পরিবেশন করেন শুব্বানের সাংস্কৃতিক সংসদ শেকড়। রাত সাড়ে ৮টায় প্রথম দিনের কর্মসূচির সমাপ্তি ঘটে।
দ্বিতীয় দিন ভোর ৪টায় সাবেক সভাপতি আব্দুল্লাহিল কাফী মাদানী’র নেতৃত্বে ক্বিয়ামুল লাইল জামা‘আত সহকারে আদায় হয়। অতঃপর ভোর ৬টায় সৌদী মেহমান শাইখ ওসামা আতায়া আল উতাইবী প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে নসীহাত পেশ করেন।

নিয়ম অনুযায়ী সকাল সাড়ে আটটায় মাদরাসা দারুস সুন্নাহ- মিরপুর, ঢাকার মুহাদ্দিস শাইখ আব্দুল হালীম মাদানীর দারসুল হাদীসের মাধ্যমে প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। এরপর শেকড় সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের ইসলামী সঙ্গীত পরিবেশন শেষে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের প্রচার-প্রকাশনা বিষয়ক সেক্রেটারী শাইখ হারুন হুসাইন “আমাদের দা‘ওয়াত : সমস্যা ও সম্ভাবনা” শীর্ষক বিষয়ে আলোচনা পেশ  করেন। শুব্বানের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা মুহাম্মদ হেদায়েত উল্লাহ “জেলা সংগঠন ব্যবস্থাপনা (পরিকল্পনা গ্রহণ, বাস্তবায়ন ও অফিস ব্যবস্থাপনা)” শীর্ষক বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন। এরপর “জঙ্গিবাদ : উৎপত্তি ও ক্রমবিকাশ” বিষয়ে শুব্বানের সাবেক সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ আলোচনা উপস্থাপন করেন।
জুমু‘আহ্’র সালাতের বিরতি শেষে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের শুব্বান বিষয়ক সেক্রেটারী শাইখ মুহাম্মদ আব্দুল মাতীন “নেতৃত্ব, আনুগত্য, পরামর্শ ও ইহতিসাব” বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা প্রদান করেন।


আলোচনা শেষে দুই দিনের প্রশিক্ষণ মূল্যায়ন এবং অংশগ্রহণকারী কর্মীদের মানোন্নয়ন ও মৌলিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা পরিচালনা করেন অধ্যাপক প্রফেসর ড. ইফতিখারুল আলম মাস‘ঊদ, শুব্বানের সাবেক সভাপতি ও শুব্বান পরিচালক আব্দুল মাতীন, শুব্বানের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমাদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ ফারুক, সাবেক ছাত্র ও সমাজকল্যাণ সম্পাদক চৌধুরী মুমিনুল ইসলাম ও বর্তমান কেন্দ্রীয় নেতৃবৃন্দ।


অতঃপর পড়ন্ত বিকালে কেন্দ্রীয় সভাপতির সভাপতিত্বে সুধী-সমাবেশে প্রধান অতিথি হিসেবে জমঈয়তের সাবেক সভাপতি ও জমঈয়ত উপদেষ্টা প্রফেসর এ.কে.এম শামসুল আলম, বিশেষ অতিথি হিসেবে জমঈয়ত সহ-সভাপতিদ্বয় অধ্যাপক ড. আহমাদুল্লাহ, ড. আব্দুল্লাহ ফারুক, অর্থ উন্নয়ন পরিকল্পনা বিষয়ক সেক্রেটারী সৈয়দ জুলফিকার আলী, শুব্বান বিষয়ক সেক্রেটারী শাইখ আব্দুল মাতীন, সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সেক্রেটারী চৌধুরী মুমিনুল ইসলাম এবং শুব্বানের সাবেক ও বর্তমান কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সুধীজন উপস্থিত কর্মীদের উদ্দেশ্যে মূল্যবান নসিহত পেশ করেন। উল্লেখ্য যে, অত্র অনুষ্ঠানে কর্মশালার স্বারকের মোড়ক উন্মোচনপূর্বক সকলকে সৌজন্য কপি প্রদান করা হয়।
শুব্বানের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রেজাউল ইসলামের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে দুই দিনব্যাপী কেন্দ্রীয় সালেক প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি ঘটে। এ কর্মশালায় সারাদেশ হতে আগত ১৭০ জন সালেক ও অগ্রসর আরেফ মানের কর্মী অংশগ্রহণ করেন।


মুন্সীগঞ্জ জেলা শুব্বানের ইসলামী সম্মেলন

গত ১৪ ফেব্রুয়ারি শুক্রবার মুন্সিগঞ্জ জেলা জমঈয়ত শুব্বানে আহলে হাদীস-এর উদ্যোগে ১ম বার্ষিকী ইসলামী  সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা শুব্বানের আহ্বায়ক মুহাম্মদ মুুরতুজা হুসাইনের সভাপতিত্বে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস কর্তৃক প্রতিষ্ঠিত মুন্সীগঞ্জ দশকানী পঞ্চাসার আবূ বক্বর (রাযিয়াল্লা-হু ‘আন্ হু) জামে মাসজিদে বাদ মাগরিব থেকে আলোচনা শুরু হয়। শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন মুহাম্মদ সাইফুল ইসলাম। অতঃপর সম্মেলনের শুভ উদ্বোধন করেন মুন্সিগঞ্জ জেলা জমঈয়তের সভাপতি আলহাজ্জ আওলাদ হোসেন।


এতে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুব্বানের সহ-সভাপতি শাইখ আনিসুর রহমান (আনাস) মাদানী এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুব্বানের যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মাদ রবিউল ইসলাম ও দফতর সম্পাদক হাফেয আশিক বিন আশরাফ।
এ সম্মেলনে সঞ্চালকের দায়িত্ব পালন করেন মুন্সীগঞ্জ জেলা শুব্বানের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ সাইদুল ইসলাম এবং পরিচালনায় ছিলেন জেলা শুব্বানের সদস্য সচিব রিফাত আহমদ দিপ্ত। উল্লেখ্য উক্ত সম্মেলনে প্রায় ৩০০ জন জমঈয়ত ও শুব্বানের কর্মী উপস্থিত ছিল।


++


আপনার মন্তব্য1

ঢাকায় সূর্যোদয় : 6:31:55 সূর্যাস্ত : 5:13:27

সাপ্তাহিক আরাফাতকে অনুসরণ করুন

@সাপ্তাহিক আরাফাত