সাময়িক প্রসঙ্গ
সর্বস্তরে ন্যায়-ইনসাফ নিশ্চিত করা আবশ্যক
আমরা আজ প্রকৃত মানুষ হওয়ার প্রতিযোগিতার চেয়ে জাগতিক ঐশ্বর্য কিংবা প্রভাব-প্রতিপত্তি বিস্তারের লড়াইয়ে ব্যস্ত। আমাদের কাছে মনুষ্যত্ব তুচ্ছ। মানবাধিকারের কথা যতই আমরা বলি, সেটা কেবল বলা, লেখা, প্লা-কার্ড, ফেস্টুন বা স্টিকার স্লোগানে সীমাবদ্ধ থাকে। কখনো বা সেমিনার সিম্পোজিয়ামে বিশেষজ্ঞদের আলোচনা ও কবিতা আবৃতি কিংবা প্রবন্ধ পাঠের গণ্ডির মধ্যে আটকে থাকে। মানবতার কোনো চর্চা প্রায়োগিক জগতে পরিলক্ষিত হয় না। মনে হয় যেন জগতের চাকচিক্যের মিছিলে মানবতাবোধ হারিয়ে গেছে। নির্জন নিভৃতে শুধু অশ্রম্ন ঝরাচ্ছে মাত্র। মানবতা ও নৈতিকতার স্লোগান যেন প্রতারণা ছাড়া আর কিছুই না। প্রকৃত মানুষ হতে হলে অবশ্যই মানবতার মহান সম্রাট বিশ্বনবী মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করতে হবে; তা না হলে কোনোভাবেই মানুষের মাঝে প্রকৃত মনুষ্যত্ববোধ জাগ্রত হবে না। প্রিয় নবী (সা.) পরিবারের মধ্যে প্রকৃত মানবতাবোধের চর্চা করে উম্মতকে নির্দেশনা দিয়েছেন এ মর্মে যে, “তামাদের মাঝে সে-ই উত্তম, যে তার পরিবারের মাঝে উত্তম। আর আমি আমার পরিবারে উত্তম।”. . . বিস্তারিত

ঢাকায় সূর্যোদয় : 5:44:59 সূর্যাস্ত : 6:03:43

সাপ্তাহিক আরাফাতকে অনুসরণ করুন

@সাপ্তাহিক আরাফাত