সম্পাদকীয়
মাননীয় ধর্ম উপদেষ্টার কেন্দ্রীয় জমঈয়ত অফিস পরিদর্শন
গত ৩০ নভেম্বর ২০২৪ শনিবার মধ্যাহ্নের অব্যবহিত পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ. ফ. ম. খালিদ হোসেন “বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস”-এর কেন্দ্রীয় দফতর পরিদর্শন করেন। এ সময় তাঁর সফর সঙ্গী ছিলেন সরকারের পদস্থ কর্মকর্তা। তিনি জমঈয়তের সুবিন্যস্ত কেন্দ্রীয় দফতর দেখে বিমোহিত হন। আহলে হাদীসগণের অতীত গৌরবময় ইতিহাস সম্পর্কে তিনি সম্যক অবগত আছেন। যুগ যুগ ধরে আহলে হাদীসগণ বাংলাভাষাবাসী মানুষের মাঝে ইসলামের অবিমিশ্র দা‘ওয়াত অবিরত দিয়ে চলেছেন। প্রচলিত রাজনীতির বাইরে থেকে নিজ ঐতিহ্যের ওপর অটল-অবিচল থাকা বড়োই কঠিন। আহলে হাদীসগণ এ কঠিন কার্য অত্যন্ত নিষ্ঠার সাথে নিরন্তরভাবে চালিয়ে আসছেন। প্রথমে মাননীয় উপদেষ্টা প্রাচীন বৃহত্তম বিদ্যাপীঠ “মাদ্রাসা মুহাম্মাদীয়া আরাবিয়া” পরিদর্শন করেন। এটি সেই মাদ্রাসা যেখান থেকে প্রতিবছর ডজন ডজন মেধাবী ছাত্র উচ্চশিক্ষার উদ্দেশ্যে ফুল-ফ্রি স্কলারশিপসহ মধ্যপ্রাচ্যের নামিদামি বিদ্যাপীঠ বিশেষত: সউদী আরবের মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছেন এবং করছেন। মাননীয় উপদেষ্টা ঐতিহ্যবাহী এই মাদ্রাসার শিক্ষাক্রম, পাঠদান ও গবেষণা পদ্ধতি এবং অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর সমারোহ দেখে সন্তোষ প্রকাশ করেন।. . .
বিস্তারিত
ঢাকায় সূর্যোদয় : 6:31:55
সূর্যাস্ত : 5:13:27