সম্পাদকীয়
গৌরবময় পঁয়ষট্টিতম বর্ষের সমাপ্তি
আধুনিক সভ্যতার বাহন সংবাদপত্র। আঠারো শতকে ইউরোপে আধুনিক বৈশিষ্ট্য নিয়ে সাংবাদিকতার সূচনা হয়। বাংলা সাংবাদিকতার যাত্রা শুরু হয় ১৮১৮ সালে ‘বাঙ্গাল গেজেট’, ‘দিকদর্শন’ ও ‘সমাচার দর্পণ’ পত্রিকা প্রকাশের মধ্য দিয়ে। অপরদিকে ইসলামী সংবাদপত্রের প্রয়োজনীয়তা অনুভূত হলে মুসলিম সাংবাদিকতার জনক মাওলানা আকরাম খাঁ সম্পাদনার দায়িত্ব কাঁধে নিয়ে ১৯০৩ সালে ‘মাসিক মুহাম্মদী’ পত্রিকার প্রকাশনা শুরু করেন। সেই ধারাবাহিকতায় ১৯৫৭ সালে মুসলিম সাংবাদিকতার পথিকৃৎ, সুসাহিত্যিক, দার্শনিক ও প্রাজ্ঞ আলেম আল্লামা মুহাম্মদ আব্দুল্লাহেল কাফী আল কোরায়শী (রহিমাহুল্লাহ্) সাপ্তাহিক আরাফাত পত্রিকার সূচনা করেন এবং এ সাপ্তাহিকীর প্রকাশক ও সম্পাদক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। অবশ্য সাপ্তাহিক আরাফাত প্রকাশের আগে তিনি ১৯৪৯ সালে ‘মাসিক তর্জুমানুল হাদীস’ এবং তারও আগে ১৯২৪ সালে ‘সাপ্তাহিক সত্যাগ্রহী’ পত্রিকার সম্পাদনার দায়িত্ব কাঁধে নিয়ে প্রকাশনা কার্যক্রম করেন। কিন্তু দীর্ঘ পথপরিক্রমায় অন্য পত্রিকাগুলোর প্রকাশনা মাঝপথে থেমে গেলেও মহান আল্লাহর অসীম কৃপায় আজও সাপ্তাহিক আরাফাত-এর প্রকাশনা নিরবচ্ছিন্নভাবে অব্যাহত আছে। হয়ত কখনো কখনো প্রতিকূল প্রেক্ষাপটে দেরিতে প্রকাশিত হয়েছে, কিন্তু প্রকাশনার ধারাবাহিকতায় ছেদ পড়েনি। এ গৌরব কেবল এদেশের আহলে হাদীস পরিবারের সদস্যদের নয়; বরং এটি গোটা প্রকাশনা জগতের গৌরব, সমগ্র বাংলা ভাষাভাষী মানুষের সম্মান।. . .
বিস্তারিত
ঢাকায় সূর্যোদয় : 5:52:59
সূর্যাস্ত : 5:40:16