সাময়িক প্রসঙ্গ
মাননীয় ধর্ম উপদেষ্টার কেন্দ্রীয় জমঈয়ত অফিস পরিদর্শন
শাইখ মুহাম্মাদ হারুন হুসাইন

গত ৩০ নভেম্বর ২০২৪ শনিবার মধ্যাহ্নের অব্যবহিত পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ. ফ. ম. খালিদ হোসেন “বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস”-এর কেন্দ্রীয় দফতর পরিদর্শন করেন। এ সময় তাঁর সফর সঙ্গী ছিলেন সরকারের পদস্থ কর্মকর্তা। তিনি জমঈয়তের সুবিন্যস্ত কেন্দ্রীয় দফতর দেখে বিমোহিত হন। আহলে হাদীসগণের অতীত গৌরবময় ইতিহাস সম্পর্কে তিনি সম্যক অবগত আছেন। যুগ যুগ ধরে আহলে হাদীসগণ বাংলাভাষাবাসী মানুষের মাঝে ইসলামের অবিমিশ্র দা‘ওয়াত অবিরত দিয়ে চলেছেন। প্রচলিত রাজনীতির বাইরে থেকে নিজ ঐতিহ্যের ওপর অটল-অবিচল থাকা বড়োই কঠিন। আহলে হাদীসগণ এ কঠিন কার্য অত্যন্ত নিষ্ঠার সাথে নিরন্তরভাবে চালিয়ে আসছেন। প্রথমে মাননীয় উপদেষ্টা প্রাচীন বৃহত্তম বিদ্যাপীঠ “মাদ্রাসা মুহাম্মাদীয়া আরাবিয়া” পরিদর্শন করেন। এটি সেই মাদ্রাসা যেখান থেকে প্রতিবছর ডজন ডজন মেধাবী ছাত্র উচ্চশিক্ষার উদ্দেশ্যে ফুল-ফ্রি স্কলারশিপসহ মধ্যপ্রাচ্যের নামিদামি বিদ্যাপীঠ বিশেষত: সউদী আরবের মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছেন এবং করছেন। মাননীয় উপদেষ্টা ঐতিহ্যবাহী এই মাদ্রাসার শিক্ষাক্রম, পাঠদান ও গবেষণা পদ্ধতি এবং অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর সমারোহ দেখে সন্তোষ প্রকাশ করেন।

অতঃপর বাদ যোহর জমঈয়ত প্রাঙ্গণে এক সংবর্ধনা অনুষ্ঠানে মাননীয় ধর্ম উপদেষ্টা প্রধান অতিথির আসন অলংকৃত করেন। বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস-এর মাননীয় সভাপতি শাইখ অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক-এর সভাপতিত্বে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আরো উপস্থিত ছিলেন জমঈয়তের সহ-সভাপতি যথাক্রমে সাবেক আইজিপি মোহাম্মাদ রুহুল আমীন, আলহাজ্জ আওলাদ হোসেন, প্রফেসর ড. দেওয়ান আব্দুর রহীম, ড. মুহাম্মদ রঈসুদ্দীন, প্রফেসর ড. আহমাদুল্লাহ ত্রিশালী, শাইখ মুফাযযল হুসাইন মাদানী, প্রফেসর ড. মো. ওসমান গণী, সেক্রেটরি জেনারেল শাইখ ড. মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানীসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বিভাগীয় সেক্রেটারিগণ ও অন্যান্য নেতৃবৃন্দ।

স্বাগত বক্তব্যে সেক্রেটারি জেনারেল শাইখ ড. মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী বলেন, ইসলাম, মুসলিম ও দেশের প্রয়োজনে যখনই কোনো ঐক্যের ডাক আসবে, আহলে হাদীসগণ সর্বাগ্রে সাড়া দেবে। কেননা, কুরআন ও সহীহ সুন্নাহর ভিত্তিতে ঐক্য কামনা আহলে হাদীসগণের অনন্য বৈশিষ্ট্য। তারা কখনও কোনোপ্রকার ফেরকাবন্দীতে বিশ্বাসী নন। এই সময় অন্তবর্তী সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা ও সুধীবৃন্দের সামনে জমঈয়তের উল্লেখযোগ্য কার্যক্রমের স্থিরচিত্র সম্বলিত একটি ডকুমেন্টরি প্রদর্শন করা হয়। অতঃপর প্রধান অতিথির ভাষণে মাননীয় উপদেষ্টা ড. আ.ফ.ম খালিদ হোসেন বলেন, আমি আহলে হাদীসগণের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে অবগত আছি। দেশ বিভক্তির বহুকাল পূর্ব হতে বিশেষত ১৯৪৬ সাল থেকে “জমঈয়তে আহলে হাদীস” কুরআন ও সহীহ হাদীসের প্রচার ও প্রসারের কাজ নিরলসভাবে চালিয়ে আসছে। এ সংগঠনের অবদান কোনোভাবে অস্বীকার করা যাবে না। আমাদের মাঝে ছোটো ছোটো বিষয়ে কিছু বিতর্ক ও মতানৈক্য থাকতে পারে। তাই বলে মৌলিক বিষয়ে আমাদের মাঝে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে না। বর্তমান প্রেক্ষাপটে আমাদেরকে আরও সুসংঘটিত ও ঐক্যবদ্ধ হতে হবে।

সমাপনী বক্তব্যে মাননীয় কেন্দ্রীয় সভাপতি শাইখ অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা বহুবিধ প্রতিভার অধিকারী একজন সহজ সরল উদারপ্রাণ আলেমে দ্বীন। বাংলাদেশের অভ্যুদয়ের পর সরকারের ধর্ম মন্ত্রণালয়ে এরকম যোগ্য কোনো মন্ত্রী বা দায়িত্বশীল আমরা পায়নি। তাই এ সুবর্ণসুযোগকে যথাযথ কাজে লাগানো প্রয়োজন। তবেই এ দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম যারপর নেই উপকৃত হবে। আমরা মাননীয় ধর্ম উপদেষ্টার কাছে গঠনমূলক সংস্কার প্রত্যাশা করি। এ সময় মাননীয় সভাপতি “বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস”-এর পক্ষ হতে সরকারের কাছে কতিপয় দাবি তুলে ধরেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো- সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে ইসলামী মূল্যবোধের সংযুক্তকরণ, শিক্ষার সর্বস্তরে ইসলামী শিক্ষার সংযুক্তি, ইসলাম প্রচার-প্রসারে সকলপ্রকার প্রতিবন্ধকতা দূরীকরণ ইত্যাদি।

সংবর্ধনা সভায় এক পর্যায়ে প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস, মাদ্রাসা মুহাম্মদীয়া আরাবিয়া, যুব সংগঠন জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদীস তালীমী বোর্ড-এর পক্ষ হতে মাননীয় ধর্ম উপদেষ্টাকে পৃথক পৃথক সম্মাননা স্মারক উপহার দেওয়া হয়। আমরা মনে করি-দেশের কল্যাণে আদর্শ সমাজ গঠনে দেশের মুসলিম জনগোষ্ঠীর ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলা প্রয়োজন। মাননীয় ধর্ম উপদেষ্টার মাদ্রাসা ও ইসলামী সংগঠনগুলোর অফিস পরিদর্শনে ঐক্যের সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে ইন্শা-আল্লাহ। 


weeklyarafat


আপনার মন্তব্য1

ঢাকায় সূর্যোদয় : 6:39:15 সূর্যাস্ত : 5:19:50

সাপ্তাহিক আরাফাতকে অনুসরণ করুন

@সাপ্তাহিক আরাফাত