সাময়িক প্রসঙ্গ
ক্যারিয়ার : শিক্ষক নিবন্ধনের প্রস্তুতির ধরন ও বিষয়াবলি
ড. মোহাম্মদ হেদায়েত উল্লাহ


আল্লাহ তা‘আলা মানুষকে অসীম ক্ষমতা দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। যাতে সে নির্ভেজালভাবে যোগ্যতার স্বাক্ষর রেখে জীবনের সর্বস্তরে স্বার্থকতার পদচিহ্ন এঁকে দিতে পারেন মানব সভ্যতার দেয়ালে দেয়ালে। ¯্রষ্টার অমীয় বাণী সাহসিকতার সাথে বিভিন্ন স্তরে পেঁৗছাতে পারে নির্ভেজালভাবে। মানুষকে পরিচিত করতে পারে একত্ববাদি অনবদ্য শাশ্বত বিশ্বজনীন এক চেতনার সাথে। আল্লাহ তা‘আলা প্রদত্ত এই ক্ষমতা কেউ পিতা—মাতা বা শিক্ষা প্রতিষ্ঠানের বলয়ে এসে টের পান, কেউ জন্মগতভাবেই সচেতন হয়ে বেড়ে উঠেন। যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনে নেন বহুমাত্রিক পরিকল্পনা। কর্মজীবন নিয়ে আগাম প্রস্তুতি নেন। যারা আত্মবিশ্বাসী হয়ে সময়কে কাজে লাগিয়েছে ও সুনির্দিষ্টভাবে পরিকল্পনা করে এগিয়েছে তারাই কিন্তু জীবনের স্তরে স্তরে সফল হয়েছে। আর পরিকল্পনা করতে হয় দীর্ঘমেয়াদি ও স্বল্প মেয়াদি। অবিরাম কাজ করে যেতে হয় প্রতিদিন, চাই সেটা কম হোক বা বেশি হোক। কিছু কাজ নিজে করতে হয়, কিছু কাজ অন্যকে দিয়ে করাতে হয় এবং কাজের গুরুত্ব বিবেচনায় কিছু কাজ আজ না করে অন্য সময়ের জন্য রেখে দিতে হয়। নিয়মিত কাজের বারাকাহ অসাধারণ, অতুলনীয়। আপনি আপনার নিজেকে কিভাবে দেখতে চান, কোন বিভাগে কিভাবে নিজের যোগ্যতার পরিস্ফুটন ঘটাতে চান এবং আজ থেকে পাঁচ/দশ বছর পর লোকজন আপনাকে কিভাবে দেখতে চায়, মানুষ আপনাকে কিভাবে ও কেন মূল্যায়ন করবে; তার একটি হাইপোথিসিসি কল্পলোকে আপনি তৈরি করুন। এইভাবে পরিকল্পিত জীবনের পথে এগিয়ে যাওয়াই হলো ক্যারিয়ার সচেতনতা ও ক্যারিয়ার ভাবনা। সচেতন বা অবচেতনভাবে আমরা কিন্তু প্রতিটি মানুষ জীবনের প্রতিটি কাজেরই একটি ছক অঁাকি। আগাম এই চিন্তা—ভাবনা করে কাজকে ঘুছিয়ে রাখা ও পরবর্তিতে কাজকে সঠিকভাবে সম্পাদন করার এই প্রক্রিয়ায় কাজের শিখন ফল ও ফিডব্যাকের সাকসেস রেট বেশি নিশ্চিত করা যায়। সফল উদ্যোক্তা ব্যবসায়ী থেকে শুরু করে সফল লোকজন এইভাবেই কজে করে থাকেন। শিক্ষার্থীদের জন্য ছাত্র জীবন শেষে কর্মজীবন নিয়ে এই ভাবনা তাদের পড়াশোনায় মনোযোগী করে, করে বহুমাত্রিকভাবে উদ্যমশীল। আপনি যদি শিক্ষক হতে চান আপনাকে বেসরকারি শিক্ষক নিবন্ধন (এনটিআরসিএ) পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। প্রিলিমিনারি বা প্রাথমিক বাছাই পরীক্ষায় পাসের পর লিখিত ও মৌখিক পরীক্ষায় পাস করলে কোনো টাকা খরচ ছাড়া আপনি চাকরি পাবেন। এ চাকরি পাওয়া খুবই সহজ; যদি নিয়মিত পরিকল্পিতভাবে আপনি একটু পড়াশুনা করেন। এ শিক্ষকতার মাধ্যমে তরুণ প্রজন্মের মাঝে ইসলামের মৌলিক শিক্ষা পেঁৗছে দেওয়ার সুযোগ তৈরি হবে। বিদআত—শির্কের আস্তরে ঢাকা এ জনপদে কুরআন ও সহীহ সুন্নাহর নিবেদিত প্রাণ হিসেবে তরুণ প্রজন্মের মাঝে কাজ করার এ সুযোগ কেন আপনি হারাবেন?

শিক্ষকতা একটি মহান পেশা, এ পেশার মাধ্যমে একজন শিক্ষক তার ওপর অর্পিত সামাজিক, মানবিক ও নৈতিক দায়িত্বগুলো অত্যন্ত সুচারুরূপে পালন করতে পারেন। শিক্ষকতা পেশায় যারা ক্যারিয়ার শুরু করতে চান (বিশেষ করে বেসরকারি স্কুল, কলেজ মাদ্রাসা) তাদের জন্য শিক্ষক নিবন্ধন পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন একটি স্কুলপর্যায়ে অন্যটি কলেজ ও মাদ্রাসা পর্যায়ের পরীক্ষা দিতে হয়। নতুন পদ্ধতিতে এই সনদ দিয়ে এনটিআরসিএ বরাবর অনলাইনে আবেদন করে মেধাতালিকার ভিত্তিতে যেকোনো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ পাওয়া যায়। সামনে আসছে শিক্ষক নিবন্ধন নিয়োগ পরীক্ষা। আপনারা নিশ্চয়ই আবেদনের চিন্তা করছেন এবং কেউ কেউ এখন পুরোদমে প্রস্তুতি নিচ্ছেন। আজকের আয়োজনে আছে পরীক্ষাপদ্ধতি ও বিষয়ভিত্তিক সংক্ষিপ্ত আলোচনা। চলুন আলোচনায় যাওয়া যাকÑ

পরীক্ষার নিয়ম বা পদ্ধতি

বিগত বছরের মতো সামনেও প্রার্থীদের এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষার সময় থাকবে ১ ঘণ্টা। বিষয় থাকবে মোট ৪টি। বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান। প্রতিটি বিষয়ে ২৫টি করে মোট ১০০টি নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ৫০ নম্বর কাটা হবে। তাই প্রতিটি উত্তর দেয়ার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। এরপর প্রার্থীদের ১০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। উভয় পরীক্ষার পাস নম্বর ৪০। প্রিলিমিনারি পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন, শুধু তারাই লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী সময়ে এসএমএসের মাধ্যমে মৌখিক পরীক্ষার তারিখ ও সময় জানিয়ে দেয়া হয়। তাই শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে আপনিও পেতে পারেন শিক্ষক নিবন্ধনের সনদ।

বিষয়ভিত্তিক আলোচনা

বাংলা ভাষা ও সাহিত্য : বাংলা ব্যাকরণ অংশের প্রায় প্রতিটি অধ্যায় থেকে এক থেকে দু’টি প্রশ্ন আসে। এসব অধ্যায়ের মধ্যে ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার, বাগধারা ও বাগবিধি, ভুল সংশোধন বা শুদ্ধকরণ, অনুবাদ, সন্ধি বিচ্ছেদ, কারক, বিভক্তি, সমাস ও প্রত্যয়, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, বাক্য সংকোচন, লিঙ্গ পরিবর্তন অধ্যায়গুলো ভালোভাবে পড়লে প্রশ্ন কমন পাওয়া যাবে। আর সাহিত্য অংশের জন্য নবম থেকে দ্বাদশ শ্রেণির পাঠ্যবইয়ের সব লেখক পরিচিতি সম্পর্কে অধ্যয়নের পাশাপাশি অন্যান্য উল্লেখযোগ্য সাহিত্যিক সম্পর্কে জানতে হবে। এছাড়া বিগত বছরগুলোর শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন ও পিএসসির ক্যাডার, নন—ক্যাডার পরীক্ষার প্রশ্ন সমাধান করলে পরীক্ষায় কমন পাওয়া যাবে।

গণিত : গণিতে ভালো করতে হলে ষষ্ঠ থেকে দশম শ্রেণির বইগুলো বারবার অনুশীলন করতে হবে। পাটিগণিত থেকে লসাগু, গসাগু, ঐকিক নিয়ম, শতকরা, সুদকষা, লাভ—ক্ষতি, অনুপাত—সমানুপাত এসব অধ্যায় ভালো করে অনুশীলন করলে প্রশ্ন কমন পাওয়া যাবে। আর বীজগণিতের জন্য করতে হবে উৎপাদক, বর্গ ও ঘনসংবলিত সূত্রগুলো ও প্রয়োগ, গসাগু, সূচক, লগারিদম এসব অধ্যায় থেকে প্রতি বছরই প্রশ্ন থাকে। জ্যামিতির জন্য রেখা, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, ক্ষেত্রফল ও বৃত্ত অধ্যায়গুলো আয়ত্তে রাখা বিশেষ জরুরি। এছাড়া বিগত বছরগুলোর বিসিএস প্রশ্ন ও শিক্ষক নিবন্ধন প্রশ্নগুলো বারবার অনুশীলন করলেও পরীক্ষায় ভালো করা যাবে।

ইংরেজি : ইংরেজি বিষয়ে ভালো করতে হলে গ্রামারের খঁুটিনাটি বেশি করে জানতে হবে। অর্থাৎ— গ্রামার অংশকে গুরুত্ব দিয়েই এ অংশে ভালো করা সম্ভব। এই গ্রামার অংশ থেকেই স্কুল ও কলেজ উভয় পর্যায়েই প্রশ্ন আসে।Completing Sentences, Translation from Bengali to English, Change of parts of speech, Right forms of verb, Fill in the blanks with appropriate word, Transformation of sentences, Synonyms and Antonyms, Idioms and Phrases, Article  এই অধ্যায়গুলো মনোযোগ সহকারে পড়লে প্রশ্ন কমন পাওয়া যাবে। এছাড়া বিগত বছরগুলোর প্রশ্নগুলো বারবার অনুশীলন করে পরীক্ষায় ভালো করা যাবে।

সাধারণ জ্ঞান : এ অংশে ভালো করতে হলে প্রয়োজন নিয়মিত পত্রিকা, ম্যাগাজিন পড়া এবং দেশি—বিদেশি সমসাময়িক খবরগুলো নিজের আয়ত্তে রাখা। বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পরিবেশ এবং রোগব্যাধি সম্পর্কে ধারণা রাখতে হবে। বাংলাদেশ অংশে বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ, জলবায়ু, সংস্কৃতি, খেলাধুলা, এবং অর্থনীতি ইত্যাদি সম্পর্কে অবগত থাকা দরকার। আর আন্তর্জাতিক অংশের জন্য বিভিন্ন দেশের মুদ্রা, দিবস, পুরস্কার ও সম্মাননা ইত্যাদি বিষয় জেনে রাখা আবশ্যক। সাম্প্রতিক বিষয়ের জন্য মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স ও মাসিক জ্ঞানপত্র পড়তে পারেন। এছাড়া বাজারে প্রচলিত সাধারণ জ্ঞানের যেকোন একটি ভালো গাইড বই (যেমন— ক্যারিয়ার এইড সাধারণ জ্ঞান) পড়লে পরীক্ষায় ভালো করা যাবে।

লিখিত পরীক্ষা : প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ঐচ্ছিক বিষয়ের ওপর ১০০ নম্বরের ৩ ঘণ্টার লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষার জন্য এনটিআরসিএ কর্তৃক প্রদত্ত সিলেবাস এনটিআরসিএ—এর ওয়েবসাইটে দেয়া আছে। পাশাপাশি স্কুল পর্যায়ের জন্য নবম—দশম শ্রেণির বইগুলো পড়তে হবে এবং কলেজপর্যায়ের লিখিত পরীক্ষায় ভালো করতে হলে প্রার্থীর সংশ্লিষ্ট বিষয়ে অনার্স পর্যায়ের বইগুলো পড়লেই চলবে। এছাড়া বিগত বছরের প্রশ্ন থেকেও অনেক কমন পাওয়া যাবে। প্রতিটি প্রশ্নেরই বিকল্প প্রশ্ন থাকবে। তাই যে প্রশ্নটি ভালো পারবেন সেটির উত্তর দিবেন।

মৌখিক পরীক্ষা : লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশ নিবে। ২০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রায় সকলেই উত্তীর্ণ হন। মৌখিক পরীক্ষার জন্য আপনাকে সংশ্লিষ্ট অনার্স বিষয়ের পাশাপাশি মৌলিক বাংলা, ইংরেজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং সাম্প্রতিক ঘটনাসহ সাধারণ জ্ঞান বিষয়ে দক্ষ হতে হবে।

পরিশেষে বলা যায়, মানুষের আর্থ—সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক এবং প্রযুক্তিগত উন্নতি শিক্ষকতাকেও প্রভাবিত করেছে নানা মাত্রায়। যার অনিবার্যতায় শিক্ষকতা এখন আর নিছক ঐতিহাসিক সেবা নয়, চ্যালেঞ্জিং ক্যারিয়ারও বটে। নানা অবক্ষয়ের এদেশে এখন ক্রান্তিকাল চলছে। জাতির এই ক্রান্তিলগ্নে কাণ্ডারির বড় দরকার। একমাত্র আদর্শ দেশপ্রেমিক শিক্ষকরাই পারেন সেই কাণ্ডারির ভূমিকায় অবতীর্ণ হতে। মানুষকে জাহিলিয়াতের অমানিশা থেকে উদ্ধার করতে। 


« mnKvix Aa¨vcK (wewmGm mvaviY wk¶v), miKvwi gv`&ivmv-B-Avwjqv, XvKv|


আপনার মন্তব্য1

ঢাকায় সূর্যোদয় : 6:17:45 সূর্যাস্ত : 5:11:51

সাপ্তাহিক আরাফাতকে অনুসরণ করুন

@সাপ্তাহিক আরাফাত